আলহামদুলিল্লাহ সিলেটের বানভাসি মানুষের জন্য মোগ সুন্দার বরিশাল ( মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা ) ফেসবুক গ্রুপ ও সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প - অঙ্গিকার - একটি সামাজিক সংগঠন এর পক্ষ থেকে প্রথম ধাপের ভালবাসা পৌঁছে যাচ্ছে । প্রায় ৩০০ পরিবারের প্রতি প্যাকেটে থাকবে
১/ চিড়া ১ কেজি
২/ মুড়ি আদা কেজি
৩/ গুড় আদা কেজি
৪/সাময়িক মেডিসিন (প্যারাসিটামল/নাপা ১ পাতা, হিস্টাসিন ১ পাতা, ওরস্যালাইন ৬ পিস)
৫/ খেজুর
৬/ দুধ ৩ প্যাকেট
৭/ বিস্কুট ২ প্যাকেট
৮/ একটা লাইটার
৯/ মোম ৬ পিস
১০/ সরিষার তেল এক বোতল
১১/ পানি বিশুদ্ধ করন সামগ্রী
১২/ শূন্য থেকে দশ বছরের শিশুদের পোশাক।
আমাদের কালেকশন চলমান থাকবে। শীঘ্রই দ্বিতীয় ধাপে আবার ভালবাসা পাঠানো হবে। যারা সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও অবিরাম ভালবাসা রইলো।
কৃতজ্ঞতা সিলেটের স্বেচ্ছাসেবী সঞ্জয় দাস জয় ভাই ও তার টিমের প্রতি। যারা সারা দিন কষ্ট করে বাজার ও অন্যান্য কাজে সার্বিক সহযোগীতা করতেছেন।
সার্বিক সহযোগীতায়ঃ আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।