প্রিয় পাঠক ও বই প্রেমী বন্ধুগন কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি…
ইতিহাস ঐতির্য্য ও সংস্কৃতির বৈশিষ্ঠ্য বহন করে একটি বই যা হাজার বছরের সাক্ষি হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। আমি নিজেও একজন বই প্রেমী,পড়েছি হাজার হাজার গল্প উপন্যাস,তবে আমাকে বেশি আকৃষ্ট করেছে ইসলামী ধারার বই যেখানে সুস্থ্য ধারার গল্প ও জীবন মূখী লেখা যা পড়ে সঠিক পথের সন্ধান পেয়েছি,জেনেছি মহামানুষের জীবনের কথা।
আদি থেকে বর্তমান সব কিছুই যেনো হৃদয়ের আয়নাতে পরিষ্কার দেখা যায়, পাওয়া যায় আত্মার শুদ্ধি।
ডিজিটাল যুগে এসে মোবাইল ব্যবহারের ফলে আমরা বই থেকে ছিটকে গেছি হারিয়েছি বই পড়ার আগ্রহ, সেই সাথে অকালে চোখের দৃষ্টি সহ নানা রকমের শারীরিক সমস্যার সম্মুখিন হয়েছি।
আগেকার মানুষদের বই সংগ্রহ ছিলো শখের,নানা ধরনের বইয়ের সংস্পর্শে অর্জন করতেন পন্ডিত্ব, হয়ে উঠতেন সমাজের চোখে বিশেষ মানুষ।
আমাদের রয়েছে মাকতাবাতুল হিজায কর্তৃক প্রকাশিত কয়েক’শো ইসলামী বইয়ের সম্ভার।
বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক অনেকেই বিজনেস করতে চান মাত্র ১৫/২০ হাজার টাকা পুজি বিনিয়োগ করে ঘরে বসেই আয় করতে পারেন সমপরিমান টাকা যা আপনার আর্থিক সচ্চলতা এনে দিবে ইনশাআল্লাহ।
আমরা নতুন কলেবরে প্রকাশ বুক’স পাবলিকেশন কর্তৃক আপনাদের হাতে সহজে ৫০% মূল্যহ্রাস করে বই তুলে দিতে বদ্ধপরিকর।
আপনাদের মধ্যে অনেকেই লেখক কলামিস্ট প্রবন্ধক ও কোরআন হাদিসের আলোকে পুস্তক আকারে বই বাজারজাত করে নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতে চান তাদের জন্য রয়েছে প্রকাশ বুক’স পাবলিকেশন কর্তৃক পুস্তক তৈরীর ব্যবস্থা।
আমাদের প্রতিষ্ঠান কর্তৃক খুব যত্ন সহকারে অল্প খরচে বইয়ের ডিজাইন মুদ্রণ নিখুঁত ছাপা ও বাঁধাই করা হয়।
অল্প খরচে আপনার প্রতিষ্ঠানের নামে ক্যালেন্ডার ও ডায়রী প্রস্তুত করে নিতে পারেন।
যোগাযোগ-01711353686
মুক্ত জীবন ছন্দ হারায়
গতির তালে ভূল বেশি হয়।
মনুষ্য তার স্বভাব দোষে
কুল হারায় তার জাত হারায়।
আঁকার ছাড়া প্রকার ছাড়া
জীবন করে দিশেহারা।
নেশার ঘোরে সুখ খুঁজে নেয়
সবাই তারে পাগল বোলায়।
ভূলের মাঝে খোজাখুজি
নিরাশ হয়ে ক্লান্ত আমি।
উত্তাল দইরার লোনা পানি
তৃস্নাস্বাধে ভূখায় জানি।
অসময়ের স্রোতধারা কৃতকর্মের স্বাক্ষীতারা
বানভাসী শ্যওলাপানা নিজেরে ভাসায়।
ঝর্ণাধারার মিষ্টপানি নিবারনের মর্ম জানি
বটবৃক্ষের শিতল ছায়ায় পথিক শান্ত হয়।
অজানার পথে একলা পথিক
পাওয়ার চেয়ে হারায় বেশি।
শান্তির খোজে পিড়ায় মরে
মনের যন্ত্রনায়।
সাংবাদিক এসএম উজ্জ্বল।
Abdullah Al habib
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Refat Rahman
Delete Comment
Are you sure that you want to delete this comment ?