স্ত্রী ভক্ত
একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বলে ফেললেন.. রানীঃ সব স্বামীরাই বউয়ের কথা শোনে । রাজা রানীর কথায় একমত হলেন না । তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল ।এক পর্যায় রাজা রানীকে বললেন রাজাঃ ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে । পরের দিন রাজ্যে ঘোষণা করা হল “সব বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন” তখন সব বিবাহিত প্রজার হুড়োহুড়ি দিয়ে রাজপ্রসাদের সামনে হাজির হলো । রাজদরবারের সামনে দুইটা সাইনবোর্ড লাগানো হলো ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন । তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাড়ালো । কিন্তু বল্টু বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাড়ালো । রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন যাক রাজ্যে এক বান্দা তো আছে যে বউয়ের কথা শোনে না । তখন রাজা কৌতুলি হয়ে বল্টুকে জিজ্ঞাসা রাজাঃ কি ব্যাপার তুমি এই লাইনে এসে দাড়ালে কেনো ? তখন বল্টু বললো……….. .. “আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে মানা করেছে”
পেনট খুলে জাবে
কারো হাসতে হাসতে প্যান্ট খুলে গেলে আমি দায়ী নয় শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন ছবির একটা নাম চেয়ে একটা পোস্ট করা হইছে আর সেখানে প্রচুর নাম জমেছে এর মধ্যে নির্বাচিত কিছু নাম দিলাম….কেমন হয়েছে বলবেন পারলে আপনারা ও কিছু বলেন @ নাম আমার খান, অপু আমার জান @ধর সাইকেল মুইতে আসি @নীশি রাতে চকি কেন লরে @অপু ছাড়া বাঁচিনা @মারি তোর কানের গোড়ায় @মিসকল দিবি কিনা বল @তুমি আমার ঝালমুড়ি @ ১ টাকার হিজরা @আমি গরিব তুই কেন ধনী @”সাকিব খান back with চেইন খোলা pant” @শিড়ির নিচে বিড়ির দোকান @এরশাদ কেন বেঈমান ? @আমার এত আবেগ কেরে ? @চৌধুরী সাহেব আপনি রং দেখেছেন মাগার রঙ্গের ডিব্বা দেখেন নাই @অপু না ববি? @আঘাত The ATTACK @JAN-THE HEART @”নায়ক থেকে পরিচালক” @আক্কাস কেনো কাঁদে @শাকিব এখন টোকাই @হরতাল @নাম আমার শাকিব খান আকিজ বিড়ি জোরে টান @বদনা হাতে মদনা সাকিব @অপু আমার জান ববি আমার প্রান আমি হিজডা নাম্বার ১ @ মর্জিনা তোরে কাতুকুতু দিমু @জমির আইলে ভালোবাসা @জরিনা কেন পুকুর ঘাটে @ঢিল মারি তোর টিনের চালে @আঁন্ধার রাইতে কুত্তা ডাকে @এক ফুট ভালোবাসা বাঙ্গালি জাতি যে কত বড় রসিক জাতি এইটা আরেকবার প্রমান করল এই পোস্ট টাই …..!! আপনাদের কাছে নতুন কোন নাম থাকলে বলেন????
Musha all Sahariya
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
md hridoy
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mashut Rahman
Delete Comment
Are you sure that you want to delete this comment ?