আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অফলাইনে পছন্দ মতো পাত্র না পাওয়ায় অনলাইনে এই গ্রুপের সাহায্যে ছোট বোনের জন্য পাত্র খোঁজ করছি।
পাত্রীর নাম : তানজিনা আক্তার তানিয়া।
পিতা : শেখ আব্দুল কাদির।
ঠিকানা : পাঁচতলা বিল্ডিং, বলাশপুর, সদর, ময়মনসিংহ (নিজস্ব বাড়ি)।
জন্ম-১৯৯৯ খ্রি.
ধর্ম : ইসলাম
উচ্চতা-৫.১
ওজন-৫০ কেজি
শিক্ষাগত যোগ্যতা : বিবিএস (১ম বর্ষ), নাসিরাবাদ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বৈবাহিক অবস্থা- কখনো বিয়ে হয়নি।
পরিবারের বৃতান্ত : ছয় বোন এক ভাই
পাত্রী : বোনদের মধ্যে সবার ছোট।
পাত্রীব্যতীত সকল বোনদের বিয়ে হয়ে গিয়েছে।
একমাত্র ছোট ভাই বিএসএস এ পড়ছে।
শুধুমাত্র সিরিয়াসলি পারিবারিকভাবে বিয়ে করতে ইচ্ছুক পাত্র পক্ষ হতে বায়াডাটা ইমেলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যেমন পাত্র চাই- অবশ্যই ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী।
বয়স-সর্বোচ্চ ২৫-২৭ এর মধ্যে,
উচ্চতা-৫.৪+
শিক্ষাগত যোগ্যতা- সর্বনিম্ন এইচএসসি পাস।
পেশা-যেকোনো পেশা (চাকুরীজীবি অগ্রাধিকার)।
ময়মনসিংহ অঞ্চলের পাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ-mimimou791@gmail.com
সবার সুস্বাস্থ্য, নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।

imageimage
download app
Download

Download App

To Earn Money.