"আমি তোমাকে স্পর্শ করতে পারিনি
এ আমার বড় দুঃখ!
আমি বাংলাদেশকে ছুঁয়ে বুঝেছি,
তুমি কত সুন্দর।
কিছু সৌন্দর্য অনুভবের শুধু
কিছু সুন্দর যত্নে ধারণ করবার,
কিছু সুন্দর একান্তে রেখে দেবার-
ঠিক তেমন তুমি,
অবিকল তুমি প্রতিবিম্বিত -
বাংলাদেশের মুখে,
আমি তোমাকে স্পর্শ করি
প্রতিবারে শতবারে--
ছুঁয়ে দেশ!
প্রিয় পিতা,প্রিয় বন্ধু,
প্রিয় বঙ্গবন্ধু তথা আমার স্বদেশ!"

image
download app
Download

Download App

To Earn Money.