রূপসায় মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক চেয়ারম্যানের পুত্রের সংবাদ সম্মেলন
বি.এম.শহিদুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন গত ৭ জুলাই বিকেল ৪টায় রূপসা প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা নৈহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোস্তফা কামালের ছেলে জুয়েল হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই উপজেলার গুপীয়ার খালের মুখে রবের মোড়স্থ সুইস গেটের সামনে আলহাজ্ব শাহজাহান শেখ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আমি প্রতিবাদ করলে তিনি আমাকে বেধড়ক মারপিট করেন। আমার মামা শামীম হোসেন এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় আমি মামলা করার কথা বললে তিনি আহত হওয়ার নাটক সাজিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং পরবর্তীতে আমার নামে রূপসা থানায় মিথ্যা মামলা দায়ের করেন। লিখিত বক্তব্যে আরো বলেন, কথিত ভূমি দস্যু হিসাবে শাহাজান শেখ এলাকায় পরিচিত। যে জমির উপর তার নজর পড়ে সেই জমির মালিককে ভয়ভীতি ও লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছেন শত শত একর জমি। তিনি বাংলাদেশ রেলওয়ের বাগমারা মৌজার ২৩২ নং দাগের ০১ একর ২১ শতক জমির মধ্যে ২৩ শতক জমি তার নিজের নামে বিআরএস রেকর্ড করিয়ে নেন। এছাড়া রূপসা কলেজের সামনে সিএন্ডবির ক্যানেল লিজ না নিয়ে গত ১৫ বছর ধরে জবর দখল করে আসছেন। তিনি জাবুসা মৌজার সরকারি এসএ ৬২৫ নং দাগের বিআরএস ম্যাপের ১১৩১/৩২/৩৩ নং দাগের জমি নিজের নামে রেকর্ড করে নেন। সম্প্রতি একটি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এলাকায় শালিস দরবারের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে তিনি জানান খুলনা জেলা প্রশাসকের দপ্তর থেকে গুপিয়ার খাল লিজ নেন উলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বাবু রনজিত মন্ডল। উক্ত খালটি আমার বাড়ির নিকটবর্তী হওয়ায় দেখা শোনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। ওই খালটি দখল করার জন্য শাহাজান শেখ তার ভাড়াটে বাহিনী নিয়ে গত ৪ জুলাই খালের গইঘর ভাংচুর করে। এসময় আমি প্রতিবাদ করলে শাহাজান ও তার লোকেরা আমার উপর হামলা করে। সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘটনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Syed Jahangir Alam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Affan Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?