mdturan Hasan shared a post  
7 w

7 w

বৃষ্টি থেমে গেলে ছাতাটা যেমন আর প্রয়োজন মনে হয় না, কালি শেষ হলে কলমটাও হয়ে যায় অপ্রয়োজনীয়। প্রিয়জনের দেয়া ফুলটাও যখন বাসি হয়ে যায়, তখন তা পরদিন ডাস্টবিনেই চলে যায়। পৃথিবীর এক নির্মম সত্য হলো, মানুষ আপনার উপকার বেশিদিন মনে রাখে না।

জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাও এটাই—আপনি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ থাকবেন, তা নির্ভর করবে আপনি তাদের জন্য কতদিন কিছু করতে পারবেন তার উপর। আজকের ১০ টাকার পত্রিকা কালকের দিনে মাত্র ১ কেজি দরে বিক্রি হয়। একাডেমিক লাইফে বছরের শুরুতে যেসব বই হাজার টাকায় কেনা হয়, বছরের শেষে সেগুলোই কেজি মাপে বিক্রি হয়।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মানুষের এবং জিনিসের মূল্য কমে যায়। আমরা আসলে খুবই স্বার্থপর। এমনকি ভিখারিকে ২ টাকা দেয়ার আগে ভাবি, এতে কতটুকু পূণ্য হবে। বিনা স্বার্থে কেউ কিছুই করে না, এমনকি ভিক্ষাও নয়।

তবুও, চলুন আমরা একটু হাসি, রাগ কমাই, অহংকারকে মাটিচাপা দেই। যদি সত্যিই সুখী হতে চান, তবে প্রত্যাশা কমান।

আপনি যদি কারো জন্য কিছু করে থাকেন, সেটা চিরতরে ভুলে যান, কারণ যতদিন আপনি সেটা মনে রাখবেন, ততদিন তা আপনার অহংকার বাড়াবে।

আর কেউ যদি আপনার জন্য সামান্য কিছু করেও থাকে, তা আজীবন মনে রাখুন। কারণ এই স্মৃতি আপনাকে বিনয়ী করবে এবং একজন কৃতজ্ঞ ও ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

#socialmedia #everyone #happy