মুক্ত জীবন ছন্দ হারায়
গতির তালে ভূল বেশি হয়।

মনুষ্য তার স্বভাব দোষে
কুল হারায় তার জাত হারায়।

আঁকার ছাড়া প্রকার ছাড়া
জীবন করে দিশেহারা।

নেশার ঘোরে সুখ খুঁজে নেয়
সবাই তারে পাগল বোলায়।

ভূলের মাঝে খোজাখুজি
নিরাশ হয়ে ক্লান্ত আমি।

উত্তাল দইরার লোনা পানি
তৃস্নাস্বাধে ভূখায় জানি।

অসময়ের স্রোতধারা কৃতকর্মের স্বাক্ষীতারা
বানভাসী শ্যওলাপানা নিজেরে ভাসায়।

ঝর্ণাধারার মিষ্টপানি নিবারনের মর্ম জানি
বটবৃক্ষের শিতল ছায়ায় পথিক শান্ত হয়।

অজানার পথে একলা পথিক
পাওয়ার চেয়ে হারায় বেশি।

শান্তির খোজে পিড়ায় মরে
মনের যন্ত্রনায়।

সাংবাদিক এসএম উজ্জ্বল।

download app
Download

Download App

To Earn Money.