2 yrs - Translate

কিয়ামতের দিন কোনো আদম সন্তানের পা এক কদমও নড়তে পারবে না। যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করা না হবে এবং উত্তর পাওয়া না যাবে। ১। নিজের জীবন কাল সে কোন কাজে অতিবাহিত করেছে? ২। যৌবনের শক্তি সামর্থ্য কোথায় সে ব্যয় করেছে? ৩। ধন সম্পদ সে কোথা থেকে উপার্জন করেছে?
৪। কোথায় সে তা ব্যয় করেছে? ৫। এবং সে (দ্বীনের) যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে? (তিরমিজি হাদিস নং - ২৩৪০)
হে আল্লাহ এখন থেকে আমাদেরকে দুনিয়ার মায়া মোহ বাদ দিয়ে সে অনুযায়ী চলার ও আমল করার তাওফিক দান করুন। আমিন। আমিন।। ছুম্মা আমীন।

download app
Download

Download App

To Earn Money.