খুলনা প্রতিনিধি :
গতকাল সকাল ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের লক্ষ্যে এক রেলি, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা -০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা সাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল। একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, তেরখাদা প্রেসক্লাবের এস এম মফিজুল ইসলাম জুম্মান, শেখ মাহাবুব আলম , মৎস্য চাষী মোঃ সাকিল আহমেদ। পরে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট/ পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।