শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামীলীগ দেশ পরিচালনায় আসবে; শরীফ আশরাফ আলী

Comments · 34 Views

রুপসায় কৃষক লীগের সম্মেলন

বি,এম শহিদুল ইসলাম, খুলনাপ্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি, খুলনা বিভাগীয় আহবায়ক শরীফ আশরাফ আলী বলেছেন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামীলীগ দেশ পরিচালনায় আসবে।এদেশের মানুষ ধ্বংসাত্মক আর লুটের রাজনীতি পছন্দ করেনা।এ কারণে কয়েকটি নির্বাচনে বিএনপি সহ ঐক্য জোটের ভরাডুবি হয়েছে।বিএনপি এখন শুধুমাত্র সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছে।সমস্ত বিশ্বে বাংলাদেশ এখন মডেল দেশের পরিণত হওয়ার পোকামও হয়েছে কিন্তু বিএনপি সহ ঐক্যজোট এখনো দেশকে পিছিয়ে আনার জন্য বহির্বিশ্বের কাছে উৎসাহ এবং মিথ্যা রটিয়ে যাচ্ছে এ কারণে সংঘটিত হয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে একটি দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি গতকাল রূপসা উপজেলা কৃষকলীগ আয়োজিত উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় বিশেষ নিমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাঃ হালিমা রহমান।সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক।উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ এম এম মুজিবুর রহমান,এ্যাডঃ নিমাই চন্দ্র রায়,শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম ডাবুল,জেলা আওয়ামীলীগ নেতা ফ,ম সালাম,লিপি,আজগর বিশ্বাস তারা,শাহিনা আক্তার লিপি,জামিল খান,অমিয় অধিকারী।উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান আরমান মিয়া ও আঃ মান্নানের (সামন্তসেনা) পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃমজিদ ফকির, আরিফুল রহমান মোল্যা,মোর্শেদুল আলম বাবু,খান শাহাজান কবীর প্যারিস,মোতালেব হোসেন,ইমদাদুল ইসলাম,অধ্যাপক শ্যামল কুমার দাস,এসএম হাবিব, রকিব উদ্দীন,আকতার ফারুক,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,সেলিম মোল্যা,ফারহানা আফরোজ মনা,মোঃ সবুর সিকদার, মফিজুর রহমান,শ,ম জাহাঙ্গীর,সোহেল জুনায়েদ, গোপালগঞ্জ জেলা কৃষকলীগ নেতা এসএম শামসুল আলম,চেয়ারম্যান ইসহাক সরদার,জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল,ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি,রবিউল ইসলাম,মোস্তাফিজুর রহমান মোস্তাক,বিনয় কৃষ্ণ হালদার,আরিফুজ্জামান লিটন,মনির হোসেন মোল্যা, সরদার মিজান,জুলফিকার আলী,সাবেক ছাত্রনেতা দেব দুলাল বারই বাপ্পি,রুহুল আমিন রবি,রাজীব দাস টাল্টু,শেখ হাবিবুর রহমান,এ্যাডঃ আনোয়ার হোসেন,এ্যাডঃ মনজিলুর রহমান,গাজী আঃ রাজ্জাক সোহেল,নাজমুল তারেক তুষার,নাসির হোসেন সজল, ব্রজেন দাস,বাদশা মিয়া,সাইদুর রহমান ছগির,বাসুদেব রায় চৌধূরী,হাফিজ বাবু,সুব্রত বাগচী,নোমান ওসমানী রিচি,মোল্যা আনিসুর রহমান মাসুম,রেজাউল করিম রেজা,শফিকুর রহমান ইমন,খান মোশাররফ হোসেন কুটি,মহসিন হোসেন পাইক,আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,তারেক আজিজ,শাহনেওয়াজ কবীর টিংকু,রতন মন্ডল,খায়রুজ্জামান সজল,আঃ করিম শেখ,রহমত আলী,নাহিদ জামান, মাহমুদুল হাসান শামীম,জিয়া উদ্দীন, আজিজুল মোল্লা, জয়দেব সরকার,হাফিজুর রহমান,টগর শেখ,শেখ মাহবুবুর রহমান,ফারুক মল্লিক,রন্জু হালদার,মান্নান খান মনা ছাত্রনেতা শাফিরুল ইসলাম হিমেল,আরিফুর রহমান কাজল,নাজমুল হুদা অন্জন,শরিফুল ইসলাম সোহাগ প্রমুখ।

Comments
download app
Download

Download App

To Earn Money.