তেরখাদায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি আফ্রিকান মাগুর উদ্ধার

Comments · 39 Views

তেরখাদায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি আফ্রিকান মাগুর উদ্ধার

তেরখাদা প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে গত ২৪ জুলাই দুপুরে তেরখাদা উপজেলার শেখপুরা বাজারে কারেন্ট জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে শেখপুরা বাজারের বিভিন্ন দোকান থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। একই সাথে বাজার থেকে ৪০ কেজি আফ্রিকান মাগুর উদ্ধার করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল অভিযানে নেতৃত্ব দেন। অভিযান পরিচালনা কালে আজগড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ হাবিবুর রহমানসহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, কারেন্ট জাল উদ্ধার করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং পরে জব্দকৃত আফ্রিকান মাগুর বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল জানান, বিভিন্ন বাজারে বিক্রয় নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন এছাড়া বিভিন্ন খাল-বিল নদী-নালা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। দীপঙ্কর পাল আরও জানান, যারা কারেন্ট জাল বিক্রি করে এবং যারা ক্রয় করে মাছ ধরার কাজে ব্যবহার করবে উভয়কে সমহারে শাস্তি প্রদান করা হবে

 

 
Comments
download app
Download

Download App

To Earn Money.