বিএম শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি : জাতীয় দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা এস এম আবু সাঈদ এবং প্রেসক্লাবের সদস্য ও দৈনিক তথ্যের নিজস্ব প্রতিবেদক শেখ আশিকুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা ০৫ আগস্ট রাত ০৮ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সদস্য আবু হারুনুর রশিদ, গোলাম মোস্তফা, শেখ আশিকুর রহমান বাবু, এম এ আজিম, আখতার খান, বেনজীর হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, চন্দন ভট্টাচার্য, নাঈমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম ও রেজাউল ইসলাম তুরান প্রমুখ।