খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার রূপসা ঘাটভোগ ইউনিয়নের বলোটি গ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে অনধিকার প্রবেশ করিয়া ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে মন্দির ভাংচুর, মন্দিরের পবিত্রতা নষ্ট, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদান করেছে । অপরাধে স্হানীয় থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে থানা হাজতে পেরেরন করেছে । গ্রেফতারকৃতরা হলেন বলোটি গ্রামের মৃত জয়দেব পোদ্দার এর ছেলে পিষুয় পোদ্দার ও অনুপ পোদ্দার। থানা পুলিশ তাদেরকে আজ জেল হাজতে প্রেরণ করেছে। তথ্যসূত্রে জানা যায় মন্দির কমিটির সভাপতি সুজন বসু বাদী হয়ে মামলা দায়ের করেন।