খুলনা রুপসার ঘাটভোগ ইউনিয়নের বলোটি গ্রামে নিজেদের মন্দির নিজেরাই ভাংচুর করেছে ।

Comments · 28 Views

খুলনা রুপসার ঘাটভোগ ইউনিয়নের বলোটি গ্রামে নিজেদের মন্দির নিজেরাই ভাংচুর করেছে ।

খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার রূপসা ঘাটভোগ ইউনিয়নের বলোটি গ্রামের দক্ষিণ পাড়া মন্দিরে অনধিকার প্রবেশ করিয়া ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে মন্দির ভাংচুর, মন্দিরের পবিত্রতা নষ্ট, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদান করেছে । অপরাধে স্হানীয় থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে থানা হাজতে পেরেরন করেছে । গ্রেফতারকৃতরা হলেন বলোটি গ্রামের মৃত জয়দেব পোদ্দার এর ছেলে পিষুয় পোদ্দার ও অনুপ পোদ্দার। থানা পুলিশ তাদেরকে আজ জেল হাজতে প্রেরণ করেছে। তথ্যসূত্রে জানা যায় মন্দির কমিটির সভাপতি সুজন বসু বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

 
Comments
download app
Download

Download App

To Earn Money.