বি.এম.শহিদুল ইসলাম,খুলনা সংবাদদাতা: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। খুনিরা বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য ও রাজনৈতিক ঊত্তরসূরি জাতীয় চার নেতাকেও হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো।
ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তারঁই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
তিনি তাঁর সততা, মেধা এবং সাহসিকতা দিয়ে সমৃদ্ধ দেশ গড়ছেন।
তিনি আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম । বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা । বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান , রুপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার , উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম , হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস , উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ , উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন , শিক্ষা কর্মকর্তা আব্দুর রব , পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল হালিম, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল , জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , ইউ সি সি এ চেয়ারম্যান সুশীল কুমার পাল , রুপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক বি.এম শহিদুল ইসলাম, চিত্তরঞ্জন সেন, চন্দন ভট্টাচার্য প্রমূখ । অনুষ্ঠানটি সার্বিক উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লা ।
অনুষ্ঠান শেষে যুব ঋণ বিতরণ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।