বি.এম.শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি : আওয়ামী যুবলীগ রুপসা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা ১৫ আগস্ট সকাল ১০ টায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান । বক্তৃতা করেন যুবলীগ নেতা নাসির হোসেন সজল , সাইদুর রহমান সগীর , নোমান ওসমানী রিচি , বাদশা মিয়া , সরদার জসিম উদ্দিন , শফিকুর রহমান ইমন , আব্দুল করিম , তারেক আজিজ , শামীম হাসান লিটন , মল্লিক শাহনেওয়াজ কবির টিংকু , রবিউল ইসলাম , আবুল কালাম আজাদ , হায়দার আলী , কামরুজ্জামান কালু , এহতেশামুল হক অপু ,আব্দুর রশিদ , অলিয়ার রহমান , নাহিদ গাজী , আশিক ইকবাল , সজীব , প্রমূখ ।
Search
Popular Posts