বি.এম.শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি: খুলনা জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, ২ নং শ্রীফলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শহীদ আবুল হোসেন হাওলাদার এর ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রুপসা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ আগস্ট বিকেল ৫ টায় জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ মোড়ল।উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধরী মাহতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বি এম শহিদুল ইসলাম,জেলা জাতীয় পার্টির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার মাস্টার,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পাইক, উপজেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক মো. মুজাহিদুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম নিরব,মুরাদ আলী সরদার (মধু),বাবুল শেখ প্রমুখ।
Search
Popular Posts