ই বি সি নিউজ ডেস্ক: রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট বাদ যোহর বাগমারা (চর- রূপসা) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেনজীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ নাসির হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক অয়াহিদুজ্জামান, টুংগীপাড়া ফিসের প্রোপাইটার ও গবেষণা ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ টুলু । সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক হায়দার আলীর পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্য
উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির নেতা ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা, মৎস্যজীবী লীগের নেতা সহিদুল ইসলাম সহিদ, রূপসা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুস্তাফিজুর রহমান মোস্তাক, চন্দন ভট্টাচার্য, শ্রমিক লীগ নেতা মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ মাসুদ শেখ, নৈহাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ কামরুল ইসলাম খান, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিদ্দিক শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন, সদস্য সুরমান, হেকীম আবুল বাশার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক অয়াহিদুজ্জামান। দোয়া শেষে দুপুরের ভোজের আয়োজন করা হয়।