বিএম শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি : রূপসা উপজেলার বাগমারা গ্রামে কালাম হাওলাদার (৩০) নামে এক মটর শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট সন্ধ্যায় ওই গ্রামের কেরমাত মীরের ভাড়া বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। কালাম হাওলাদারের পিতার নাম মৃত সোহরাব হাওলাদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালাম হাওলাদার দীর্ঘ দিন ধরে কেরমত মীরের ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একে একে ০৪টি বিয়ে করলেও নিঃসঙ্গ জীবন কাটাতো। গত ১৭ আগস্ট অন্যান্য দিনের মত কালাম বাসায় ফিরে রাতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে। ১৯ আগস্ট বিকেলে বাড়ির মালিক কেরামত মীর ভাড়ার টাকা নেওয়ার জন্য এসে ঘরের দরজায় ধাক্কা মারে। তখন কোন সাড়া না পেয়ে ঘর থেকে দুর্গন্ধ পেতে থাকেন। তখন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কালামের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
###