বি.এম.শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে গ্রেফতার ৩০ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন র্যাব-০৬। এ সময় ৩৪ জনকে দালালকে তারা গ্রেফতার করেন। যার মধ্যে রয়েছে ল্যাব এইড ফার্মাসিটিক্যাল, গুডলাইফ, রেনেটা, নিপ্রোজেন কম্পানির’রি পেজেন্টিভরাও। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী গ্রেফতারকৃত ৩৪ জনকে বিভিন্ন সাজা প্রদান করেন। যার মধ্যে দুই জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের ছেরে দেওয়া হয়। ১৮ জনকে সর্বোচ্চ তিন থেকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। ১৪জনকে তিন হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
র্যাব-০৬ এর উপ অধিনায়ক আব্দুর রাকিব এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল ইসলাম।
অভিযান শেষে র্যাব-০৬ এর অধিনায়ক মোঃ মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে যাতে কোন প্রকার ভোগন্তি না হয় এ কারনেই এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিতে গিয়ে তোপের মুখে পড়েন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, আমাদের লোকবল সংকটের কারনে আমরা হাসপাতাল প্রাঙ্গনে দালালদের উত্তাপ বন্ধ করতে পারেনি। একই সাথে তিনি হাসপাতালে পুলিশ মামলার ক্ষেত্রে অর্থের বিনিময়ে অসুস্থ্যতার সার্টিফিকেট প্রদান, সময়মত চিকিৎসকদের না পাওয়া, তাদের দুব্যবহার সহ নানা অভিযোগ অস্বীকার করেন।
যদিও সেই সময়েই পাশে দাঁড়িয়ে সেবা প্রত্যাশী নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন গণমাধ্যমকর্মীদের নিকট।
রুগী আফসানা আক্তার বরৈন বলেন, আমরা দালালদের কারনে হাসপাতালে ডাক্তার দেখাতে পারি না। তবে র্যাবের এই অভিযানে আস্থা ফিরেছে রুগীর স্বজনদের।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয় এবং সাজা প্রাপ্ত আসামীদের সরাসরি খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।