বি.এম.শহিদুল ইসলাম,খুলনা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বাংলাদেশ বিশ্বে মানুষের কাছে উন্নয়নের রোল মডেল।শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে।শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে' দেশের উন্নয়ন নিয়ে।তিনি জনগনকে ঐক্য বদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান।
রূপসা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চায়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান।
এসময় আরো বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,উপজেলা মেডিকেল অফিসার
শফিকুল ইসলাম,প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মোঃ এ. হালিম খান,জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রাসেল,
ইউপি চেয়ারম্যান প্রফেসর আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ ,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, এস এম হাবিব,আজিজুল হক কাজল, আব্দুল মোতালেব,
সুশীল পালসহ বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষকগন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।