গতকাল উদ্বোধন হলো পদ্মা সেতু। আজ প্রথম মোটর সাইকেল আরোহী, প্রথম নারী মোটর সাইকেল আরোহী, প্রথম টিকটকার ও প্রথম প্রাইভেট কার আরোহী পেয়ে গেলো সাংবাদিকরা।
এদিকে অন্য এক অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, পদ্মা সেতুতে প্রথম বমি করা আরোহীও পাওয়া গেছে। জানা যায়, সাদিয়া নামের বরিশালের এক তরুণী বাসে করে সেতুর মাঝখানে আসতেই মোশন সিকনেসে পড়েন। কিছুক্ষণ সহ্য করলেও নিরুপায় হয়ে অবশেষে বমি করতে বাধ্য হন তিনি।
এ বিষয়ে সাদিয়া বলেন, ‘বমি করার পর একটু খারাপ লাগছে। চারপাশে সাংবাদিক দেখে একটু ভড়কেও গিয়েছিলাম। পরে বুঝলাম, আমাকে নিয়ে রিপোর্ট হচ্ছে। বমি করার পর একটু মেকাপ করারও টাইম পেলাম না।‘
এক সাংবাদিক সাদিয়াকে অনুরোধ করে বলেন, ‘ম্যাডাম, আরেকবার বমি করতে পারবেন? প্রথমবার ভিডিও করতে পারিনি। একটু ফুটেজটা নিতে পারলে নিউজটা জমে যাইতো। চেষ্টা করে দেখেন না, যদি পারেন।‘
এদিকে শফিকুল নামের অন্য এক যাত্রী দাবি করেন প্রথম বমি তিনিই করেছেন। নিজের টুকে রাখা সময় দেখিয়ে তিনি বলেন, ‘আমি বমি করেছি দুপুর ১২টা বিশে। আর সাদিয়া করছে ১২ টা ছাব্বিশে। আমিই তো প্রথম হওয়ার কথা! অথচ সাংবাদিকরা সাদিয়ারটা দেখলো, আমারটা দেখলো না!’
বমির ভিডিও করে রেখে সেই ফুটেজও দেখান তিনি। কিন্তু সাংবাদিক ও উৎসুক জনতা শফিকুলের কথায় খুব একটা কর্নপাত না করায় আবারও বমি করেন তিনি।
তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সাদিয়া মেয়ে হওয়ায় ওর দিকেই আমরা তাকিয়ে ছিলাম, শফিকুলেরে দেখার টাইম ছিলো না। আর হালায় হয়তো বমি না, পানের পিক ফেলাইছে।‘