পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে গ্রেফতার হওয়া মো. বায়েজিদ মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

Comments · 67 Views

লাইক ,কমেন্টস , শেয়ার দিয়ে ঘরে বসে ইনকাম করুন একদম ফ্রি........

বিএনপি আজ পর্যন্ত পদ্মা সেতুকে ঘিরে তাদের অপরাজনীতি থেকে ফিরে আসেনি। এমনকি তাদের নেত্রীর জোরাতালির তত্ত্ব থেকে তাদের সাইবার টীমও বের হতে পারেনি। পদ্মা সেতু নিয়ে কল্প কাহিনী ছড়িয়ে শেষপর্যন্ত রাজনৈতিকভাবে ব্যর্থ ও পরাজিত বিএনপি ক্ষতি পুষিয়ে নিতেই তাদের ভেরিফাইড পেজ দিয়ে চালাচ্ছে অপপ্রচার।
পদ্মা সেতুর নাট খুলে গ্রেফতার বাইজিদ ছাত্রদলের কর্মী ছিলেন, সাথে থাকা টুল বক্সের যন্ত্রপাতি দিয়ে খুলে ফেলেন রেলিং এর নাট -যা বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে গ্রেফতার হওয়া মো. বায়েজিদ মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পটুয়াখালীতে থাকাকালে তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি জেলা ছাত্রদলের সা‌বেক সভাপ‌তি গাজী মো. আশফাকুর রহমান বিপ্লবের অনুসারী ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় বিএন‌পি ও ছাত্রদ‌লের একাধিক নেতা।
বাইজিদ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলীখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে।
তার চাচা মো. ফোরকান মৃধা বলেন, বাইজিদ জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক এনা‌য়েত হো‌সেন মোহ‌নের চাচাতো ভাই। সে মোহ‌নের সঙ্গে বিএনপির বিভিন্ন মিছিল-মিটিংয়ে যেতো।
Comments
download app
Download

Download App

To Earn Money.