তেরখাদায় ৭৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক - ইবাংলা টিভি

Comments · 41 Views

লাইক , কমেন্টস , শেয়ার দিয়ে সঙ্গে থাকুন.....

 আজ (সোমবার) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আদমপুর এলাকা থেকে ৭৫গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এস আই অনুপ কুমার বিশ্বাস ও এস আই অমৃত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আদমপুর কাটাখাল এলাকা থেকে উপজেলার আদমপুর গ্রামের খলিল শেখের পুত্র মিরাজ সেখ ও খামার পারোখালি গ্রামের হাবি মোল্লার পুত্র মুরাদ মোল্লা কে আটক করে। পরে তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের কাছে ৭৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ সময় রানা শেখ নামে অপর মাদক ব্যবসায়ী ও সেবনকারী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, ধৃতরা মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা। এদের বিরূদ্ধে তেরখাদা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Comments
download app
Download

Download App

To Earn Money.