আজ (সোমবার) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আদমপুর এলাকা থেকে ৭৫গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এস আই অনুপ কুমার বিশ্বাস ও এস আই অমৃত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আদমপুর কাটাখাল এলাকা থেকে উপজেলার আদমপুর গ্রামের খলিল শেখের পুত্র মিরাজ সেখ ও খামার পারোখালি গ্রামের হাবি মোল্লার পুত্র মুরাদ মোল্লা কে আটক করে। পরে তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের কাছে ৭৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ সময় রানা শেখ নামে অপর মাদক ব্যবসায়ী ও সেবনকারী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, ধৃতরা মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা। এদের বিরূদ্ধে তেরখাদা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Search
Popular Posts