ধন্যবাদ আওয়ামীলীগ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাদারীপুরের রাজৈর থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে ১ ঘণ্টা ২০ মিনিটে। চালক রফিকুল ইসলাম বলেন, ‘১৫ দিন আগে মাদারীপুর থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগী নিয়ে ঢাকা যাচ্ছিলাম। ফেরির জন্য ঘাটে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। ফেরি শিমুলিয়া ঘাটের কাছে পৌঁছার আগেই ওই রোগী মারা যান।’
রফিকুল বলেন, ‘পদ্মা সেতুর কারণে আজ (রোববার) দ্রুততম সময়ে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিতে পেরেছি।’
মাদারীপুরের রাজৈর থেকে যে রোগীকে ১ ঘণ্টা ২০ মিনিটে ঢাকায় নেওয়া হয়েছে, তাঁর স্বজন সায়েদুর রহমান বলেন, গ্রামের চিকিৎসকেরা যখন রোগীকে ঢাকায় নিতে বলেন, তখন প্রাণে পানি থাকে না। এখন দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছাতে পেরে স্বস্তি কাজ করছে। দ্রুত চিকিৎসা পাওয়ায় রোগীও কিছুটা বিপদমুক্ত।