উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে

Comments · 18 Views

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২২ উপলক্ষে আর্য ধর্মসভা

 প্রতিনিধি খুলনা: শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২২ উপলক্ষে আর্য ধর্মসভা মন্দির কমিটি ও দক্ষিণ টুটপাড়া গোপাল সেবা আশ্রম-এর যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী আর্য ধর্মসভা কালি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান পরিপালন করে সাড়ম্বরে উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমর কুমার কুমার কুন্ডু ও অন্যতম কার্যকরী সদস্য রনজিত কুমার ঘোষের পরিচালনায় সভার শুরুতে, পবিত্র গীতা থেকে পাঠ করেন আর্য ধর্মসভা অনুশীলন চক্রের বিদ্যার্থী পর্না সাহা এবং সভায় মন্দিরের যে সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের বিদায়ী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া সংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত কুমার রায় ও অবসরপ্রাপ্ত সচিব হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্ট নান্টু রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. তারিক মোঃ তারা, পূজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি কৃষ্ণপদ দাশ, সাধারণ সম্পাদক রবীন দত্ত, মতুয়া সংঘ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাগর সাধু ঠাকুর।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীরেন্দ্র নাথ ঘোষ, গোপাল চন্দ্র সাহা, অধ্যাপক শ্যামল দাশ, রতন মিত্র, রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক সুদিপ মজুমদার অপু, সংরক্ষত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, মলি­ক সুধাংশু, সঞ্জিব দাস, দেবাশীষ কর্মকার, গোবিন্দ চক্রবর্তী, অশোক কুমার সাহা, বিপুল পোদ্দার, উত্তম রায়, প্রবির পাল, খোকন কুমার দাস, রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব নিতাই বিশ্বাস, দেব দুলাল বাড়ই বাপ্পি, অসিম কুমার সোম, মানস কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, অসিম দেবনাথ, বাদল কুমার দাস, তাপস সাহা, পল­ব দাস, সঞ্জয় কর্মকার, সন্তোষ রায়, সৌরভ ঘোষ সনি, প্রদিপ সাহা পপা, গোবিন্দ রায়, প্রভাত দে, কিংকর সাহা, অসিম পাল, সৈকত বর্মন, সনত কুমার নন্দি, হিরন বনিক, বিপ্লব দে, সুভাষ চন্দ্র বৈরাগী, পল­ব দাস, তাপস সাহা, অরুন কুমার সাহা, উজ্জল কুমার দাস, প্রিয় দত্ত জয়, রতন দাস, অলোক ঘোষ, অনিমেষ বিশ্বাস, প্রবাল ঘোষ অন্তু, চিন্ময় সাহা, তাপস কুমার রায়, শিব শংকর পোদ্দার, বাদল কুমার দাস, সমীর রায়, প্রলয় রায়, সাগর কুমার সাহা, খোকন শীল কুটি, গোবিন্দ রায়, মিঠুন সাহা, শুভজিত কুন্ডু, জয় বিশ্বাস, পল­ব দাস, বিপ্লব কুমার রায়, প্রশান্ত কুমার ঘোষ, উত্তম সাহা, সাধন সরকার, মানস কুমার রায় মানু, প্রদীপ সাহা ধুপ, মৃত্যুঞ্জয় দাস, মিঠুন সাহা, অভিজিত বিশ্বাস, অরুনাভ মজুমদার, সুদিপ্ত ঘোষ চৌধরী। উক্ত অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা, সদর থানা, খালিশপুর থানা, আড়ংঘাটা থানা, হরিণটানা থানা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, তীর্থলোক, শ্রী গুরু সংঘ, ভারত সেবাশ্রম, পুষ্প রানী উন্নয়ন সংস্থা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আইনজীবী ও ছাত্র ও যুব মহাজোট খুলনা, অগ্রণী বয়েজ ক্লাব-খুলনা, শ্রীমদ্ভাগবত গীতা সংঘ খুলনা, বাগমারা সার্বজনিন শ্রীশ্রী গোবিন্দ মন্দির, উলুবুনিয়া সার্বজনীন কালি মন্দির কমিটি নন্দনপুর রূপসা, সার্বজনীন উকিল বাড়ি পূজা মন্দির খালিশপুর, রাধা মদন মোহন সেবাকুঞ্জ দিঘলিয়া খুলনা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা জেলা কমিটিসহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমুখ নেতৃবৃন্দ।


সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সকল স¤প্রদায়ের মানুষের মধ্যে এক অনন্য বন্ধন সৃষ্টি করেছেন। ধর্ম-যার যার উৎসব সকলের। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করে। সকল ধর্মীয় মন্দির গুলোকে শেখ হাসিনার সরকার আর্থিক সাহায্য ও সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী মেয়র নির্বাচন ও জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করায়, উপস্থিত সকল সনাতন ভক্তবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু এবং রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক সুদিপ মজুমদার অপু ও সদস্য সচিব নিতাই বিশ্বাস।

Comments
download app
Download

Download App

To Earn Money.