পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেতুটি উদ্বোধনের পর থেকে দেশ-বিদেশের যেসব পর্যটক ও দর্শনার্থী এখানে আসবেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ট্যুরিস্ট পুলিশ।
কাল ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জে আয়োজিত শোভাযাত্রায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব কথা জানান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিমুলিয়া ঘাটে ট্যুরিস্ট পুলিশ, মুন্সিগঞ্জের পদ্মা সেতু জোনে এ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু এলাকায় চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের কাছে গাইডলাইন, চিকিৎসাসেবা ও নিরাপত্তা পাবেন দর্শনার্থীরা।
তিনি জানান, দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা। একই সঙ্গে দর্শনার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্যও তাঁরা কাজ করবেন বলে জানান তিনি।
শোভাযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার ও ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ পদ্মা সেতু জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন।