use fanscop easy earn money like comments share
শেখ মাহাবুব আলমঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী সরকারী বিদ্যালয়ের মাঠে টিসিবি’র ফ্যামিলি কার্ডের পণ্য বিপনণ কার্যক্রম গত ৫ জুলাই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এ সময় ১১০০ কেজি ডাল, ৫৫০ কেজি চিনি ও ১১০০ কেজি সয়াবিন তেল মেসার্স আলাল স্টোরের ব্যবস্থাপনায় স্বপ্ল মূল্যে বিক্রয় করা হয়। তাছাড়া ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্তরে মেসার্স আকাশ স্টোর এর তত্বাবধানে ৫৫০ জন ভোক্তার মাঝে ১১০০ কেজি ডাল, ৫৫০ কেজি চিনি এবং ১১০০ কেজি সয়াবিন তেল সর্বমোট ২২০০ জন কার্ডধারীদের মধ্যে প্রতিজনকে ২ কেজি মুসুড়ের ডাল ১ কেজি চিনি ও ২ কেজি সয়াবিন তেল বিক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, ইউপি সচিব শেখ নবীর হোসেন, ইউপি সদস্য আবু সালেহ লস্কার, মোঃ শফিকুল ইসলাম ফকির, কাজী আব্দুল কুদ্দুস, স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল, আইরিন পারভীন প্রমুখ।