২ই জুলাই ২০২২ তেরখাদা আদর্শ মোল্লা সংঘ(সমাজ কল্যাণ) এর পক্ষ থেকে ঈদ পূন:মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Comments · 24 Views

VIDEO IMAGE SONS UPLOD LIKE COMMENTS SHARE & USE FANSCOP EARN MONEY TO EASY

তেরখাদা প্রতিনিধি: ১২-০৭-২০২২ তেরখাদা আদশ মোল্লা সংঘ(সমাজ কল্যাণ) এর পক্ষ থেকে ঈদ পূন:মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য খুলনা-০৪ ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ্যাড:কাজী বাদশা মিয়া,সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মো:গাউস,বিভাগিয় কমিশনার (অব:),মো এহিউল ইসলাম শেখ,বিভাগিয় বন কমকতা(অব:),একে এম মিজানুর রহমান,খাদ্য কমকতা(অব:),এফ এম অহিদুজ্জামান,সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ তেরখাদা উপজেলা শাখা,শারাফাত হোসেন মুক্তি,ভাইচ চেয়ারম্যান তেরখাদা উপজেলা পরিষদ,এস এম দ্বীন ইসলাম, চেয়ারম্যান ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ,সভাপতিত্ব করবে মো হেকমত আলী মোল্যা,সভাপতি আদশ মোল্যা সংঘ,অত্র ঈদ পূন:মিলনী অনুষ্ঠানে আরো অনেক সদস্য বৃন্দ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন।পবিত্র কোরআন তেলাওয়াত করবেন: হাফেজ মাও: আল-আমিন,ফারহান শেখ, হাফেজ হাদস মোল্লা,মাঠ ও আলোক স্জ্জা কমিটি আহবায়ক: মোল্লা রবিউল ইসলাম(মিঠু),সদস্য হলেন মো:নুর আলম মোল্লা,মো পারভেজ চৌধুরি,মোল্লা রবিউল ইসলাম ,ফারদীন মোল্লা,আকাশ মোল্লা,সাব্বির মোল্লা,ফারহান মোল্লা, এম সাইফুল্লাহ,পলক মোল্লা,সজীব মোল্লা,শাহিন মুন্সী,মুন্না মোল্লা,সুমন মোল্লা।প্যান্ডেল ও সাউন্ড কমিটিতে থাকবেন মাও:মাসুদুর রহমান,মোল্লা তরিকুল ইসলাম,মতিয়ার রহমান,মেহেতাজ মোল্লা,মোল্লা সাইফুল্লাহ,রিয়াদ হোসেন,ফাহিম মোল্লা,নাইম মোল্লা,জোবায়ের মোল্লা,রাকিব মোল্লা,মহিলা কমিটিতে আছেন:আহবায়ক মিসেস তাসবীহ,সদস্য হিসাবে থাকবে মাজেদা খানম পলি, শিরিনা খাতুন,তাকিয়া খানম, লিপি খানম, আছিয়া খানম,বীনা খানম,মীম, আনজেরা,শেফালী বেগম,চম্পা। সভা পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি:অভ্যাথনায় থাকবেন আহবায়ক: আলহাজ্ব আসাদুজ্জামান,মোল্লা আব্দুস সবুর(প্রাধান শিক্ষক অব:),মোল্লা নাজির হোসেন,ইন্জ:মোল্লা মাহবুব হাসান,হীরক মাহমুদ,মোজাহিদুর রহমান,এস এম মিরাজ,মো:তানভীর হাসান,মো:তোহান মোল্লা,দুলাল শেখ,শান্তি ও আইন শৃঙ্খলা কমিটিতে থাকবেন আহবায়ক:মোল্লা আব্দুস সত্তার(এস আই পুলিশ অব:),শেখ জাকির হোসেন(এস আই পুলিশ),মোল্লা মফিজুল ইসলাম(এ এস আই পুলিশ),মোল্লা আতাউর রহমান,মোল্লা নাজমুল হাসান(পুলিশ সদস্য),মোল্লা মাসুদুর রহমান হিটু(সেনা সদস্য), আপ্যায়ন থাকবেন আহবায়ক মোল্লা সাজ্জাদ হোসেন,এম ফরিদ আহমেদ,রুবেল মোল্লা,জাহাঙ্গীর শেখ,এম,এম মোস্তাফিজুর রহমান টুলু, আশরাফুল মোল্লা,ফকির আশরাফ আলী,তুহিন শেখ,কামাল মোল্লা,নয়ন মোল্লা,রাহুল মোল্লা,সেলিম শেখ,এস এম সবুজ,বিল্লা মোল্লা,ইন্জিল মোল্লা। অতিথিদের ফুল দিয়ে বরন করবেন: মুন্সী হেকমত আলী(বীর মুক্তিযোদ্ধা),এস,এম লোকমান হোসেন,মুফতি কামাল,মো:রবিউল ইসলাম,এইচ এম রহমাতুল্লাহ,মো ইয়াসিন মোল্লা,মোল্লা আহানাফ শিশির প্রমুখ।

Comments
download app
Download

Download App

To Earn Money.